Tuesday, July 30, 2019

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসহ নিহত ১৭


পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আবাসিক এলাকায় একটি বাড়ির ছাদে বিধ্বস্ত হলে পাঁচ সেনা সদস্যসহ ১৭ জন নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন বেসামরিক লোক। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উদ্ধার কাজের তদারকিতে নিয়োজিত কর্মকর্তা ফারুক বাট গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। খবর গাল্ফ নিউজের।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
এছাড়া, যে বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে ১২ জন বেসামরিক লোকও নিহত হয়েছেন।
তবে, বিধ্বস্ত ছোট ওই প্রশিক্ষণ বিমানটি কোন মডেলের ছিল তা জানা যায়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment:

  1. F. A permit holder shall not sublicense, convey, concede, or otherwise switch its permit to a third celebration until granted approval by the Director. The Director shall cost a nonrefundable payment of $200,000 for a permit switch. Such surety shall be prescribed by Board laws 메리트카지노 and shall not exceed an inexpensive amount. Watching a sport provides loads of leisure, but the ability to earn cash additionally provides to the fun. You may find yourself strolling away glad that your prediction was correct, but {you may have|you might have|you might have} some extra money in your pocket, too. Betting on sports may be} not|that you are not} very acquainted with is nice way|a good way|an efficient way} to learn extra about that sport.

    ReplyDelete