
গত সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি মানার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। কিন্ত প্রশাসন তাদের দাবির বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় আজ থেকে তারা পুনরায় আন্দোলন শুরু করেছেন।
আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো- ১. চলতি শিক্ষাবর্ষ থেকে থেকেই অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে, ২. দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফলাফল দিতে হবে, ৩. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করতে হবে এবং ৪. ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করতে হবে।
তারা বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা কঠোর অবস্থান চালিয়ে যাব। প্রশাসন কেন আমাদের কথা না শুনে সাত কলেজের প্রতি এতো ‘প্রেম’ দেখাচ্ছে সেটাই আমরা বুঝি না। আমরা প্রশাসনকে অনেকবার এই ব্যাপারে জানিয়েছি। কিন্তু প্রশাসন আমাদের কথা কানেই নিচ্ছে না। ডাকসু শুধু আমাদের আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো কাজ করছেন না।
সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অভিশাপ বলে উল্লেখ করে তিনি বলেন, এ অধিভুক্তির কারণে সাত কলেজের শিক্ষার্থীরা যেমন ভোগান্তির মুখে পড়েছে তেমনি ঢাবি শিক্ষার্থীরাও এর চরম মূল্য দিচ্ছে। তাই আমরা চাই অবিলম্বে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হোক।
0 coment rios: