
বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেটে
এসেছে ব্যাপক পরিবর্তন। এরইমধ্যে প্রধান কোচ স্টিভ রোডস, দুই বোলিং কোচ
কোর্টনী ওয়ালস ও সুনীল যোশীকে বিদায় বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। সে ধারাবাহিকতায় এবার ছাঁটাই হতে চলেছেন বাংলাদেশ দলের দুই
নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনও।
গত জুনেই বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে
নান্নু ও বাশারের। ভেতরকার খবর, এই দুইজনের সঙ্গে চুক্তি আর বাড়াবে না
বিসিবি। তাদের পরিবর্তে নতুন নির্বাচক খুঁজছে বোর্ড। বিসিবির একটি সূত্র
নিশ্চিত করেছে, বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা নান্নু ও বাশারের সঙ্গে নতুন
চুক্তি করতে নারাজ। আগামী ২৭ জুলাই বোর্ড সভায় তাই নতুন নির্বাচকদের নাম
ঘোষণা হতে পারে বলে ধারণা পাওয়া গেছে।
বিসিবির চুক্তির মেয়াদ বাড়াবে না বলেই
শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও নান্নু সেখানে আর যাচ্ছেন না। মূলত জাতীয়
দলের পাশাপাশি ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ‘এ’ দলের ব্যর্থতা বেশ
চিন্তায় ফেলেছে বিসিবিকে।
নান্নু অবশ্য নির্বাচক হিসেবে কাজ চালিয়ে
যাওয়ার ব্যাপারে আশাবাদী, ‘আমি নির্বাচক প্যানেলে তিন বছর ধরে আছি। আমি মনে
করি, এ সময়ে আমি যথেষ্ট ভালো কাজ করেছি। আমি হাইপারফরম্যান্স দলের সঙ্গে
কাজ করেছি, তারাও বেশ ভালো করেছে। এ ছাড়াও ‘এ’ দলের সঙ্গেও আমি কাজ করেছি।
তারা অনেক ম্যাচ খেলেছে। জাতীয় দলও অনেক ভালো ক্রিকেট খেলেছে। আমরা
র্যাংকিংয়ে এগিয়েছি। লঙ্গার-ভার্সনেও আমরা উন্নতি করেছি। যদি আমাকে আরও
একবার সুযোগ দেয়া হয়, তবে আমি অবশ্যই আরও ভালো কিছু করার চেষ্টা করব।’
তবে নির্বাচক প্যানেলে তিনি থাকবেন কি-না,
সেই সিদ্ধান্ত নেয়ার বিষয়টি বিসিবির উপরেই ছেড়ে দিয়েছেন নান্নু, ‘আমার থাকা
না থাকা বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যদি আমাকে রাখা হয় তবে
অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব।’
0 coment rios: