Thursday, July 25, 2019

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চান্দগাঁও ফ্লাইওভার থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চান্দগাঁও ফ্লাইওভার থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। ৭১ কোটি ৫৪ হাজার টাকা ব্যয়ে এই সড়কের ৪.৮৯ কি.মি উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। সড়কের চান্দগাঁও ওয়ার্ড এলাকায় ৫টি লট এবং মোহরা ওয়ার্ড এলাকায় ৭টি লটের আওতায় এই উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
বুধবার (২৪ জুলাই) দুপুরে সিঅ্যান্ডবি মোড় উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকায় মেয়র আ জ ম নাছির উদ্দীন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মঈনুদ্দিন খান বাদল ।
এ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতাসহ জনসাধারণের কষ্ট লাঘব হবে এবং যানজট অনেকাংশে নিরসন হবে বলে মন্তব্য করেন মেয়র।
তিনি বলেন, প্রকল্পের আওতায় সড়কের উভয় পাশে প্রশস্ত ড্রেন নির্মাণ, দৃষ্টিনন্দন ফুটপাত,আলোকায়নসহ সৌন্দর্য বর্ধন করা হবে। এ সড়ক দিয়ে চলাচলকারী উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের প্রায় পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে।
মেয়র বলেন, আমার দায়িত্বকালীন চার বছর দুই মাস সময়ে চান্দগাঁও ওয়ার্ডে প্রায় ২'শ কোটি টাকা এবং মোহরা ওয়ার্ডে প্রায় ১১৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। অনেক কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, চান্দগাঁওয়ে ৮৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণকাজ শুরু হচ্ছে। আরো ৩টি কসাইখানা নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর সড়ক চারলেন করার ব্যাপারে প্রকল্প হাতে নেয়া হয়েছে। মেয়র এসময় এই প্রকল্প দ্রুত সময়ের মধ্যে অনুমোদন লাভে সংসদে বক্তব্য উপস্থাপনের জন্য মঈনুদ্দিন বাদলকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ। চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন নিজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, কাউন্সিলর মো. আজম, কাউন্সিলর কফিল উদ্দিন খান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, আবু সালেহ, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নূর মোহাম্মদ নূরু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আইয়ুব খান, নাজিম উদ্দিন, খালেদ খান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: