Tuesday, July 30, 2019

ফতুল্লায় আবারো শিক্ষার্থীকে বলাৎকার,মাদ্রাসা শিক্ষক আটক

 

ফতুল্লার রামারবাগ জামিয়া শফিকিয়া মাদ্রাসায় ১২ বছরের কোমলমতি শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে শিক্ষক নিজামউদ্দিনকে (২৫) আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
(২৯ জুলাই) সোমবার মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রকে তার মা দেখতে এলে সে তার কাছে কান্নাকাটি করে এসব কথা জানায়।
এসময় মাদ্রাসার পরিচালকরা ভুক্তভোগীর পরিবারকে নিয়ে সমঝোতার চেষ্টা করে। তবে সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে পুলিশকে খবর দেয় ভুক্তভোগীর পরিবার।
শিশুটি জানায়, গত ১৮ জুলাই শিক্ষক নিজামউদ্দিন রাত ১২টার দিকে রুমের লাইট নিভিয়ে তার পাশে শুয়ে গায়ে হাত দেয়। পরবর্তীতে তাকে বিভিন্ন অবান্তর প্রশ্ন করে ঘটনা স্বাভাবিক করার চেষ্টা করে। ২৮ জুলাই একইভাবে রাতে আবারও তার পাশে শুয়ে থাকে ও শিশু ছাত্রের গায়ের কাথা সরিয়ে হাত দেয়ার চেষ্টা করে। সোমবার সকালে তাকে আলাদা ডেকে জিজ্ঞাস করে যে রাতের কথা কাউকে জানিয়েছে কিনা।
তবে অভিযুক্ত শিক্ষক নিজামউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো তার সাজানো কথা। তাকে পড়ালেখা করতে বলায় সে এসব বলছে।
ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, আমরা উভয় পক্ষের কথা জানতে পেরেছি। আপাতত সমাধানের জন্য থানায় উভয়কেই নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত তথ্য প্রমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: