Monday, July 29, 2019

মন ভাঙ্গলেন সুন্দরীদের, সালমানের মালাবদল লুলিয়ার সঙ্গে


বলিউডের অন্যান্য সুন্দরীদের মন ভেঙে শেষমেশ লুলিয়া ভান্তুরের সঙ্গে মালাবদল করছেন ভাইজান খ্যাত সালমান খান। এমনই আওয়াজ এখন বলিউড জুড়ে। শোনা যাচ্ছে, লুলিয়াকে ইতোমধ্যে হিরার আংটি পরিয়েছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে ছিল লুলিয়ার জন্মদিন। শুভ দিনে বর্তমান প্রেমিকার আঙুলে কোটি টাকার হিরার আংটি পরান সালমান। সমালোচকরা বলছেন, ভাইজানের মা লুলিয়াকে গহনা উপহার দিতে বলেছিলেন আর সালমান একেবারে আংটি পরালেন।অভিনেত্রী-গায়িকা লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের বেশ সখ্যতা। সম্প্রতি ভাইজানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানির জন্মদিনেও লুলিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। দুই প্রেমিকাকে সঙ্গে নিয়ে ছবিও তুলেছিলেন খান।
তবে সালমানের এই সম্পর্ক সমালোচকরা মানতেই পরছেন না। কেন ভাইজান দেশ ছেড়ে ভিনদেশি মেয়ের সঙ্গে মজে আছেন এই নিয়ে যত প্রশ্ন। উল্লেখ্য, লুলিয়াকে বলিউডে দেখা যায় ২০১৪ সালে। ‘ও তেরি’ ছবির একটি গানের দৃশ্যে অভিনয় দিয়ে তার বলিউডে পা রাখা। ওই ছবির প্রযোজক ছিলেন সালমান। এরপর তিনি অভিনয় করেন ‘রাধা কিঁউ গোরি মায় কিঁউ কালা’ ছবিতে। যদিও সেই ছবি এখনও মুক্তি পায়নি।লুলিয়া এরপর কয়েকটি বলিউড ছবির সঙ্গে কাজ করেছেন। অন্যদিক ‘ভারত’ সিনেমার সাফল্যের পর ভাইজান ব্যস্ত ‘দাবাং ৩’ নিয়ে।                                                              .......................সূত্রঃ নিউজ ১৮

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: