Wednesday, December 14, 2022

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুর আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান

আজকের এই শোকের দিনে আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে নিয়ে যাব জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী


দিনাজপুর ব্যুরো প্রধান ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, একটি দেশের বুদ্ধিজীবীগন
হ”েছন সেই জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে, সুরের মাধ্যমে এবং তাদের সৃজনশীল
কর্মকান্ডের মাধ্যমে একটি জাতিকে আলোকিত করে এগিয়ে নিয়ে যায়। এ দেশ স্বাধীন হবে
ঠিক জেনে ২৫শে মার্চ কাল রাত্রি থেকে শুরু করে ১৪ই ডিসেম্বর পর্যন্ত প্রবল আক্রমন চালায় এ
দেশ থেকে মেধাশুন্য এবং বুদ্ধিজীবীশুন্য করতে। যাতে এদেশের ভবিষ্যৎ অন্ধকারে আ”ছন্ন হয়ে যায়।
তারা কি পেরেছিল? নিশ্চয় তারা পারে নাই। আমরা ছিলাম সেই বৃক্ষের নিজের মত, আমরা ছিলাম
সেই গ্রীক পুরানের চেয়ে ফিনিক্স পাখির মত। ফিনিক্স পাখি বার বার ধ্বংসযজ্ঞ ও মৃত্যুর হাত
থেকে জাগরিত হয়ে স্বাধীনতার জন্য ডানা মেলে। আমরা ছিলাম সেই জাতি।


গতকাল ১৪ই ডিসেম্বর দিনাজপুর শিশু একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়েজনে
সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধাদের উপ¯ি’তিতে শহীদ বুদ্ধিজীবী
দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের সভাপতি হিসেবে তিনি এসব কথা
বলেন।


তিনি বলেন, আমাদের জাতির পিতা সব সময় চেয়েছিলেন একটি অসম্প্রদায়িক, ক্ষুদা-
দারিদ্র্যমুক্ত একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে। তার এই অসমাপ্ত স্বপ্নকে
বাস্তবায়ন করছেন তার উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বর্তমানে উন্নয়নশীল দেশে
উপনীত হয়েছি। আজকের এই শোকের দিনে আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী
প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে
নিয়ে যাব।


আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকাররী কমিশনার অনিন্দিতা রানী
ভৌমিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ধসঢ়;
ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা,
প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বা”চু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক
কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার
বীরমুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) আনিচুর রহমান।


আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে শিশুদের চিত্রাংকন ওরচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীসহ অতিথিবৃন্দ। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: