![]() |
টেনশনে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ। মেসির স্বপ্ন পূরণ হয়েছে। আর্জেন্টিনার এই জয়ে উচ্ছ্বসিত বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। ফুটবলের রাজপুত্র মেসিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা। বলিউড তারকারাও মেসিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় মেসির প্রতি ভালোবাসা জানিয়ে নানা কথা লিখেছেন বলিউড তারকারা।
রণবীর সিং টুইটারে লিখেছেন, 'এইমাত্র যা দেখলাম! ঐতিহাসিক, আইকনিক! টোটাল ম্যাজিক।'
বলিউডের বাদশা শাহরুখ খানও মেসির প্রতি ভালোবাসা জানাতে পিছপা হননি। টুইটারে তিনি লিখেছেন, 'আমরা বিশ্বকাপের অন্যতম সেরা ফাইনাল দেখার সুযোগ পেয়েছি। আমার মনে আছে আমি আমার মায়ের সাথে একটি ছোট টিভিতে বিশ্বকাপ দেখেছিলাম… এখন এই একই উত্তেজনা বাচ্চাদের সাথে। আমাদের সবাইকে প্রতিভা, স্বপ্ন এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করার জন্য মেসিকে ধন্যবাদ!'
অনিল কাপুর একটি পোস্টে লিখেছেন 'মিইইই মেসি'। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, 'কী দুর্দান্ত ফাইনাল!'
অভিনেতা অর্জুন রামপাল লিখেছেন, 'ইয়েসসসসসসসস! কি একটা ফাইনাল। কি দারুণ বিশ্বকাপ ফাইনাল! আর্জেন্টিনা ও মেসিকে অভিনন্দন, কাতারকেও ধন্যবাদ।
প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, 'মেসির কোনো উত্তর নেই। আমি মুগ্ধ এই ম্যাচটি মনে হচ্ছিল যে কিছু ঘটতে পারে!! কতো মহান!'
ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা প্রথম গোল করলেও সমতায় ফেরে ফ্রান্স। কিন্তু আর্জেন্টিনার শেষ হাসিটা ছিল ট্রাইবেকাতেই। সেই সঙ্গে দলটি ১৯৮৬ সালের পর অভিশপ্ত হয়। তাদের সঙ্গে কোটি কোটি মানুষের মুখে ফুটেছে খুশির হাসি। সূত্র: হিন্দুস্তান টাইমস
0 coment rios: