আন্তর্জাতিক ডেস্কঃ: দিল্লির মসজিদে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক ইমামকে। কিছুদিন আগেই ওই ইমামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল।
সোমবার সকালে সেই অভিযুক্ত ইমামকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর বছর রাজস্থানের ভরতপুরের বাসিন্দা বছর ৪৮-এর ওই ধর্মগুরুকে গাজিয়াবাদের লোনি থেকে গ্রেফতার করা হয়েছে।
ইমামের গ্রেফতারির বিষয়ে সংবাদ সংস্থাকে পুলিশ জানিয়েছে, 'ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।'
সংবাদ সংস্থা পিটিআই-কে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। তারপর আদালত ওই অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাজিয়াবাদের বাসিন্দা ওই অভিযুক্ত ইমাম বিবাহিত এবং তাঁর ৪টি সন্তানও রয়েছে।
পুলিশ জানিয়েছে, গত রবিবার ১২ বছরের ওই নাবালিকা জল খেতে তেয়ে এগিয়ে গিয়েছিল উত্তর-পূর্ব দিল্লির ওই মসজিদের দিকে। তখনই ওই ইমাম থাকে ভিতরে নিয়ে যান এবং ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর বাড়ি ফিরে আসে ওই নাবালিকা।
এ দিন বাড়িতে ফিরেই বাবা-মাকে গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে ওই নাবালিকা। সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী ঘটনার পরই নাবালিকার কাউন্সেলিং করা হয়েছে। মেডিক্যাল টেস্টও করা হয়েছে। পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে ওই মসজিদের সামনে জড়ো হন স্থানীয়রা। দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় পুলিশ এখনও ওই মসজিদের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে।
সূত্রঃ এবিপি আন্দন।
0 coment rios: