বিজয় চন্দ্র সরকার জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ। আজ ১০ জুন ২০২১ একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন তিনি। বিশ্বে এই প্রথম কোনো সরকার প্রধান নিজস্ব পরিকল্পনায় এত বড় বাজেটে এতগুলো অবকাঠামো নির্মাণ করলেন।
কোনো মুসলিম বিশ্বেও একযোগে এত মসজিদ নির্মাণের কোন নজির নেই। তাঁর জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পাশাপাশি এটাও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন শতভাগ সফল রাষ্ট্রনায়ক। তবে এই মডেল মসজিদগুলোর পাশাপাশি যদি ২০টি মডেল মন্দির, ১০ টা পেগুডা, ১০ গির্জা উদ্বোধন করা হতো তাহলে আজকের উদ্বোধন অনুষ্ঠানটা আরও প্রাণবন্ত উৎসবমুখর হতে পারতো! এবং বাংলাদেশর সংখ্যালঘু সম্প্রদায় আরো অনুপ্রাণিত হতো,
তার পাশাপাশি বাংলাদেশের প্রতিটা নাগরিক সমান ভাবে ধর্ম শিক্ষার সুযোগ পেতো কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগটা বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায় আর কোনদিন পাবে বলে মনেহয় না! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মডেল মসজিদ উদ্বোধন করার সময়ে বলেছেন-- এই মডেল মসজিদ ইসলাম ধর্মের কৃষ্টি,কালচার,প্রচার- প্রচারনা, জঙ্গীবাদ দমন সহ ইসলামিক শিক্ষায় ব্যাপক ভুমিকা রাখবে আমরা সনাতন সম্প্রদায়ও এর সাথে সহমত জানাই।।
দেশের ১২% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মের কৃষ্টি,কালচার,ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব কি সরকারের নয়? আমাদের মন্দির গুলোতে কোনো প্রকার ধর্ম শিক্ষার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশ মাইনরিটি ওয়াচ পরিবারের পক্ষ থেকে আবেদন থাকবে প্রত্যেক জেলায় ১ টি করে মডেল মন্দির স্থাপন করে সনাতনী সম্প্রদায়কে তাদের কৃষ্টি, কালচার,ঐতিহ্য,
ইতিহাস জানার সুযোগ করে দিবেন সেটাই প্রত্যাশা করি।। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমাজ আকুল আবেদন জানাচ্ছে সরকারি ভাবে বাংলাদেশের ৬৪ জেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করে দেওয়া হোক।।।
0 coment rios: