Friday, May 28, 2021

জাগো হিন্দু পরিষদ প্রবাসী ফোরাম এর উদ্যোগে"সনাতন ঋষির আশ্রমের" গুরুকুলের শিশুদের জন্য উপহার


জাগো হিন্দু পরিষদ প্রবাসী ফোরাম এএর উদ্যোগে" "বাঙ্গালহালিয়া সনাতন ঋষির আশ্রমের" গুরুকুলের শিশুদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয় ,

 উপহার সামগ্রীর মধ্যে ছিল,

 চাউল ৫ বস্তু,  মটর ডাল ২বস্তু, লবণ ২৫ কেজি, তেল ২০ লিটার, আলু ১০০ কেজি, মিষ্টিকুমড়া ১৫০কেজি, পটল ১৫ কেজি, কাকরল ১৫ কেজি, বরবটি ১০ কেজি, শসা----১০কেজি ,সেয়া বড়ি ৫ কেজি


এই সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সম্মানিত সভাপতি শ্রীমান রুবেল কান্তি দে, সহ সভাপতি  শ্রীমাম লিপন সিংহ, সাধারণ সম্পাদক শ্রীমান  টিটু কুমার শীল, অর্থ সম্পাদক  শ্রীমান অরুপ কান্তি দাশ, দপ্তর সম্পাদক শ্রী শ্যামল দাশ, জাগো হিন্দু পরিষদ ওমান শাখা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  শ্রীমান পিন্টু দেবনাথ, জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক  শ্রী সুপংকর দে শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমান সুভাষ শীল, জাগো হিন্দু পরিষদ বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর সভাপতি শ্রীমান সজল দে, সাবেক সভাপতি  জগদীশ দেবনাথ পূজন, জাগো হিন্দু পরিষদ রাজস্থলী উপজেলা সার্রথী  শ্রীমান রুপন দাশ মিন্টু কান্তুি নাথ প্রমুখ।
 
 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: