বিজয় চন্দ্র সরকার
জেলা শাখা কিশোরগঞ্জ।
আপনি যদি কোন খাদ্য বা খাবার তালিকায় অর্ডার করেন সেটাই তালিকার খাদ্য বা খাবার দেয়াটা নৈতিক কর্তব্য এবং দায়িত্ব।
রেস্টুরেন্টে বা হোটেল সব জায়গাতেই যেই খাদ্য বা খাবার অর্ডার করা হয় সেইটায় দেয়া ১০০% উচিত কতৃপক্ষকে।।
সেই জায়গায় চাইলো চিংড়ি দিয়ে দিলেন গোমাংস
এটা কোন ভাবেই ভুলবশত হতে পারে না।।
ক্রেতা আপনার দোকানে খাদ্য অর্ডার করে সেইটা তালিকা দেখে এবং নিশ্চিত করেই অর্ডার করেন। সেখানে একজিনিষ চাওয়া এবং অন্য জিনিষ দিয়ে দেওয়া এই দায় কোন ভাববেই একটি ভালো প্রতিষ্ঠান অস্বীকার করতে পারে না। এবং এই দায়িত্ব রেস্টুরেন্ট মালিকেই নিতে হবে। উল্লেখ্য, রেস্টুরেন্টে খেতে বসে চাইল চিংড়ি মাছ অথচ তাতে মিশিয়ে দিলো গরুর মাংসের ঝোল! হিন্দু তরুণীর ধর্মীয় বিশ্বাসে আঘাত করল হোটেল কর্তৃপক্ষ! কান্নায় ভেংগে পড়লেন তরুণী! এটা বগুড়া শহরের রানা প্লাজার সব চেয়ে বড় রেস্টুরেন্ট, সম্পাস ডাইনা।
কেননা খাবার পরিবেশ এবং অর্ডার অনুযায়ী খাবার নিশ্চিত করা আপনার প্রতিষ্ঠানের বাধ্যগত কর্তব্য। আমাদের দেশের কতিপয় কিছু হোটেল বা রেস্টুরেন্টে এমন করে থাকে এবং তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এ ব্যপারে বগুড়া জেলা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ (BDMW) এই ধরনের ন্যাক্কারজনক জঘন্য ঘটনার তীব্র_নিন্দা ও দৃষ্টান্তমূলক_শাস্তি দাবী জানাচ্ছে।।
0 coment rios: