Tuesday, May 18, 2021

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ



সচিবালয়ে দৈনিক প্রথম আলো'র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ

আজ মঙ্গলবার দুপুরে (১৮ মে) সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ডাঃ যীশুময় দেব ও সাধারণ সম্পাদক এড.হিরু সুশীল এক যৌথ বিবৃতি এ দাবি জানান।
  

বিবৃতিতে তাঁরা রোজিনার ইসলামের মুক্তির পাশাপাশি, এই ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

উল্লেখ্য, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য নানা সময়ে আলোচিত হয়েছেন। 




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: