Monday, March 22, 2021

ভারতের ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র চাওয়া হেফাজত বাংলাদেশে রাষ্ট্রধর্ম চায় !


ভারতে ধর্মনিরপেক্ষতা চাইলেও হেফাজত দেশে ইসলামি রাষ্ট্র চায় কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন হেফাজত ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। এ সময় তিনি হিন্দু ধর্ম প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘ওদের ধর্মটাই তো পরিপূর্ণ ধর্ম না।’


শনিবার (২০ মার্চ) রাতে ৭১-টিভির ‘একাত্তর মঞ্চ’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। নূর সাফা জুলহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


ভারতের রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রসঙ্গে আহমদ আলী কাসেমী বলেন, ‘ওদের ধর্মটাই তো পরিপূর্ণ ধর্ম না। ধর্ম যদি হতো তাহলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হতো না। এভাবে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন হতো না। তাদের ধর্ম ও আমাদের ধর্মকে এক মাপে নিলে হবে না।’


তিনি আরও বলেন, ‘আমরা মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তবে এর অর্থ এই নয় যে ইসলাম প্রতিষ্ঠিত হলে অন্য ধর্মের লোকেরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। এটা আগেও হয়নি। এটা আমাদের বিশ্বাস, আপনাদের অন্য বিশ্বাস থাকতে পারে।’


এই সময় উপস্থাপক ধর্ম বৈষম্য এবং স্বাধীনতার অন্যতম মূল ভিত্তি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বিষয়ে আলোকপাত করলে তিনি বলেন, ‘পাকিস্তান প্রকৃত ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেনি, তাই আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি।’


আহমদ আলী কাসেমীর বক্তব্যের সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এটি ‘গ্রহণযোগ্য নয়’ ও ‘চরমবাদী’ বক্তব্য বলে আখ্যা দেন। তিনি ধর্মীয় বিভাজনের সমালোচনা করে বলেন, ধর্ম নিয়ে এ ধরনের ভিন্নতা ও বিভাজন হলে, তার ফলে শাল্লার মতো ঘটনা ঘটবে।


তথ্য সূত্রঃ বাংলা ট্রিবিডন


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: