ঈশ্বরখাইন একতা সংঘের উদ্যেগে আয়োজিত ২৮ তম সার্বজনীন শ্রী শ্রী সরস্বতীপূজা ৩ দিন ব্যাপী কর্মসূচির ১ম দিন সকাল ৮ ঘটিকায় মায়ের পুজা ও পুষ্পাঞ্জলি প্রদান, দুপুর ১২ ঘটিকায় শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা, সন্ধ্যা ৭ ঘটিকায় মায়ের সমবেত প্রার্থনা, সমবেত প্রার্থনায় বক্তব্য রাখেন, শ্রী প্রবোধ রায় চন্দন, কার্যকরী সদস্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ। ও জনাব মাসুদ রানা সাহেব, ইউপি সদস্য, ১০ নং ধলঘাট ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের ২য় দিন ধর্মীয় আলোচনা সভা, সভায় সভাপতিত্ব করেন শ্রী দিলীপ দে।
প্রধান অতিথিঃ রনবীর ঘোষ টুটুন,, চেয়ারম্যান ১০ নং ধলঘাট ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথিঃ মাসুদ রানা, ইউপি সদস্য, ১০ নং ধলঘাট ইউনিয়ন পরিষদ। প্রবোধ রায় চন্দন, বিশিষ্ট সমাজ সেবক। শাখাওয়াত হোসেন খোকন, বিশিষ্ট সমাজ সেবক। পংকজ চক্রবর্তী, সভাপতি, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী নয়ন দে, সাবেক সাধারন সম্পাদক ও সহ সভাপতি ঈশ্বরখাইন একতা সংঘ পুজা উদযাপন পরিষদ।
অনুষ্ঠান সঞ্চালনায় শ্রী সুবল দে, প্রতিষ্টাতা ঈশ্বরখাইন একতা সংঘ। রাত ৮ ঘটিকায় গরীব দুঃখী মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়,, বস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন.. ১০ নং ধলঘাট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাবু রনবীর ঘোষ টুটুন। রাত ৯ ঘটিকায় অন্নপ্রসাদ আস্বাদন, অন্নপ্রসাদের শুভ উদ্বোধন করেন পন্ডিত শ্রী অশোক চক্রবর্ত্তী। ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবং একতা সংঘের সকল সদস্য ও সদস্যাবৃন্দর সবার এক কন্ঠে প্রতিধ্বনিত হলো একতা সংঘের একতা সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রত্যক মানুষের মাঝে একতা সৃষ্টি করার দৃঢ় আহ্বান জানান, একতা সংঘের মূল বানী হউক.. " পৃথিবীটা মানুষের হউক, ধর্ম থাকুক অন্তরে। সময় হলে আযান হউক, ঘন্টা বাজুক মন্দিরে।
0 coment rios: