
নিতাই সংঘ সার্বজনীন শ্রী শ্রী বাণী অর্চনা ২০২১অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধন ঘোষনা করেন শ্রী মিলন শর্মা, প্রধান উপদেষ্টা নিতাই সংঘ। এছাড়াও প্রধান অতিথি ডাঃ শাহদাত এবং অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিতাই সংঘের কার্যকরী কমিটির সভাপতি বিজয় ঘোষ, সহ সভাপতি জিশু দেব, সাধারণ সম্পাদক যীশু চৌধুরী, বাণী অর্চনা উপদেষ্টা সন্জয় দাশ শুভ, সভাপতি শিমুল দে, সিনিয়র আর কে সুমন, সাধারণ সম্পাদক মিটন দাশ, দপ্তর সম্পাদক জুয়েল রানা দে ও প্রমুখ। অনুষ্ঠানে মাক্স বিতরণ, সাম্মাননা স্বারক্ষ ও চিকিৎসা ক্যাম্প ও শীত বস্তু বিতরণ করা হয়েছে।
0 coment rios: