স্বপন কর্মকার লামা (বান্দরবান) প্রতিনিধিঃ দীর্ঘদিনের বান্দবানের লামাবাসীর বহুল প্রত্যাশিত লামা-চট্টগ্রাম- আলীকদম-চট্রগ্রাম সড়কে সৌদিয়া কোচ সার্ভিস শুভ উদ্ভোধন করা হয়। সৌদিয়া কোচ সার্ভিস শুভ উদ্ভোধন উপলক্ষে আজ (৫ নভেম্বর) রোজঃ মঙ্গলবার বিকাল ৪.০০ সময় লামা পৌরবাস টার্মিনাল প্রাঙ্গনে আলোচনা সভা অনুস্ঠিত হয়। পাহাড় বেষ্টিত পর্যটন শহর লামা উপজেলার জনগনের দাবীর মুখে লামা পৌরমেয়র জনাব জহিরুল ইসলাম এর অক্লান্ত প্রচেষ্টায় এই সৌদিয়া কোচ সার্ভিস শুভ উদ্ভোধন হয়। চট্রগ্রাম-চকরিয়া-লামা-আলিকদম সড়ক যানবাহন মালিক সমিতি (রেজি নং চট্র-১৮৩৫) ও চকরিয়া-লামা-আলিকদম-থানচি-পোয়ামুল্হরী সড়ক পরিবহন মালিক সমিতি (রেজি নং-৬৯০) এর যৌথ উদ্যোগে লামা টু চট্রগ্রাম সৌদিয়া কোচ সার্ভিস শুভ উদ্ভোধন অনুস্টানে লামা পৌরমেয়র জনাব জহিরুল ইসলাম সভাপতিত্বে, লামা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহীন এর সন্জালনায়, প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন ২৩ বীর অধিনায়ক আলীকদম জোন ল্যাপ্টেন কর্ণেল সাইফ শামীম (পি.এস.সি), বিশেষ অতিথিবৃন্দ এর মধ্যে উপস্হিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নুরে এ জান্নাত রুমি, আলিকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ ইকবাল, সহকারি পুলিশ সুপার লামা সার্কেল জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য জনাবা ফাতেম পারুল, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব জাহেদ উদ্দিন , লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি মিল্কী রাণী দাশ, আলিকদম থানা অফিসার ইনর্চাজ হাজ্বী মোঃ রাকিব উদ্দিন, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভাপতি লামা উপজেলা আওয়ামীলীগ বাবু- বাথোয়াইছিং মার্মা, রুপসিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-সম্পাদক বাবু- চাছিংপ্রু মার্মা, মহা ব্যবস্হাপক সৌদিয়া কোচ সার্ভিস জনাব খোরশেদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন সমিতি- চট্রগ্রাম সভাপতি মোহান্মাদ মুছা, চট্রগ্রাম আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি জনাব জহিরুল ইসলাম, চট্রগ্রাম আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যুগ্ন- সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটি সাধারণ সম্পাদক জনাব-কামাল উদ্দিন, চকরিয়া- লামা - আলীকদম বাস মালিক সমিতি সভাপতি জনাব- নুরুল হোছাইন (কোম্পানি), চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহন মালিক সমিত সাবেক সভাপতি জনাব- আহমদ (সওঃ), চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতি সাধারণ সম্পাদক জনাব- সাহাব উদ্দিন (মনু), চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক জনাব- জাফর আহন্মদ, চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটি সভাপতি জনাব- রফিক আহন্মদ, লামা পৌরসভা প্যনেল মেয়র জনাব হোসেন বাদশা, প্রমূখ।
শেয়ার করুন
0 coment rios: