স্বপন কর্মকার,লামা,(বান্দরবান) প্রতিনিধি : "ঔষধ ক্রয়-বিক্রয় ইভয়েচ/ক্যাশ মেমোর মাধ্যমে করি, নকল-ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ প্রতিরোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে ঔষধ প্রশাসন অধিদপ্তর কক্সবাজার এর আয়োজনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি লামা উপজেলা শাখার সহযোগিতায় লামায় নকল ভেজাল আনরেজির্স্টাড ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতা মূলকসভা অদ্য ২৩শে অক্টোবর রোজঃ বুধবার দুপুর ২ঃ৩০ মিঃ সময় লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি লামা উপজেলা শাখার সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর কক্সবাজার এর ড্রাগ সুপার প্রিয়াংকা দাশ গুপ্তা। সভায় আরো উপস্থিত ছিলেন লামা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক

ডাঃ স্বপন কান্তি দে, মৃদুল কান্তি দাশ, উজ্জ্বল বড়ুয়া, ঝুন্টু কুমার সেন, রিপন কর্মকার সহ লামার অন্যান্য ঔষধ এর দোকান মলিকগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান আলোচক বলেন লামায় নকল ভেজাল আনরেজির্স্টাড ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ প্রতিরোধে বিশেষ অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে,আপনারা ঔষধ ক্রয়-বিক্রিয় ইভয়েচ/ক্যাশ মেমোর মাধ্যমে করবেন,নকল-ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ ক্রয়-বিক্রিয় করবেন না, আমাদের ভ্রাম্যমান অভিযানে সময় যদি কোন দোকানে নকল-ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ পাওয়া যায় তাহলে কোন অজুহাত দেখালে কাজ হবে না আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। পরে সভাপতি সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। পরিশেষে ঔষধ প্রশাসন অধিদপ্তর কক্সবাজার এর ড্রাগ সুপার প্রিয়াংকা দাশ গুপ্তা লামা বাজারের প্রতিটি ঔষদ এর দোকানে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করা নিষেধ সম্বিলিত স্টিকার বিতরণ ও দোকানে ভেজাল এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ আছে কিনা সরজমিনে অভিযান পরিচালনা করেন।
0 coment rios: