
সৌরভ বিসিসিআইয়ের প্রধান হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট মহলের উচ্ছ্বাস কেন? এটা আবার কোনো প্রশ্ন হলো? বাড়তি বাড়াবাড়ি তো থাকবেই—সৌরভ যে বাঙালি।
তার গোটা ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যখন নিজেদের প্রিয় ক্রিকেটারের নাম বলেছেন, তখন একটা জায়গা সৌরভের জন্য বরাদ্দ থাকত।
সৌরভ নিজেও বারবার বলেছেন, ঢাকায় খেলতে এলে তার নাকি কখনোই মনে হতো না যে তিনি বিদেশে খেলতে এসেছেন। সুতরাং সৌরভের বিসিসিআই প্রধান হওয়া যেন অনেকের কাছে এ দেশেরই কারও সাফল্য। এটা নিয়ে উচ্ছ্বাসটাও তাই কলকাতার চেয়ে কম নয় এখানে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিসে (সিএবি) নিজ কক্ষে সৌরভ বললেন বিসিসিআই প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্কের ব্যাপারটি নিয়ে। বিসিবি সভাপতির অভিনন্দন-বার্তা পেয়েছেন, সেটা তিনি নিজেই জানালেন।
0 coment rios: