Saturday, October 19, 2019

উ-কোসল্লা বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব


বলরাম দাশ অনুপম বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। কঠিন চীবর দানোৎসব উপলক্ষে শনিবার শহরের পশ্চিম পাহাড়তলী উ-কোসল্লা বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় দিনব্যাপি ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানমালা। এরমধ্যে সকালে ছিল প্রভাতফেরী, মঙ্গলাচরণ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের ছোয়াইং দান, বুদ্ধ পূজা ও সীবলী পূজা, প্রয়াত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ও উ-কোসল্লা বৌদ্ধ বিহারের প্রয়াত ভূমিদাতার উদ্দেশ্যে উর্দ্ধগতি কামনা ও গ্রামবাসির কল্যাণে সংঘদান। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের। অনুষ্ঠানমালার মধ্যে বিকেলে ছিল-পঞ্চশীল প্রার্থনা, ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা, কঠিন চীবর দান উৎসর্গ, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও প্রদীপ পূজা। উখিয়া পাতাবাড়ি আনন্দ ভবন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান স্বদ্ধর্মদেশক ছিলেন উখিয়া শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কুশলায়ন মহাথের। স্বদ্ধর্মদেশক ছিলেন-ভদন্ত কে শ্রী জ্যোতিসেন থের, ভদন্ত শীলাপ্রিয় থের, ভদন্ত জ্ঞানপ্রিয় থের, ভদন্ত শাসনপ্রিয় থের, ভদন্ত শীলমিত্র থের ও ভদন্ত প্রজ্ঞাপাল ভিক্ষু। এতে প্রধান অতিথির বক্তব্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়–য়া পিন্টু বলেন-ধর্মের বাণী এবং ধর্মীয় গুরুদের নির্দেশনা জীবনে চলার পথে পাথেয় হিসেবে নিয়ে আমাদের পথ চলতে হবে। তাহলে দেশ, সমাজ ও পরিবারকে আলোর পথে ধাবিত করতে পারবো। শুভেচ্ছা বক্তব্যে রাখেন-উ-কোসল্লা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবুল বড়–য়া, সাধারণ সম্পাদক সুমন বড়–য়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বাবুলাল বড়–য়া। এতে মাষ্টার বোধিমিত্র বড়–য়া, এডভোকেট রাখাল চন্দ্র বড়–য়া, রবীন্দ্র বিজয় বড়–য়া, বংকিম বড়–য়া, অশোক বড়–য়া, সোহেল বড়–য়াসহ দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: