Thursday, October 17, 2019

গাবতলীতে ইউপি চেয়ারম্যানকে জনসম্মুখে মারপিট করলো যুবলীগ নেতা

Related image

সুব্রত ঘোষ বগুড়া জেলা প্রতিনিধিঃ : বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাজাহান আলীর (৩৬) হাতে জনসম্মুখে লাঞ্ছিত হয়েছেন ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু (৭২)। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাবতলীর ইউএনও অফিসের দোতলায় সিসি ক্যামেরার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টু নিচে থেকে গাবতলীর ইউএনও অফিসের দোতলায় যাচ্ছিলেন। এ সময় ইউএনও অফিসের দোতলায় সিসি ক্যামেরার সামনে পৌঁছামাত্র উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাজাহান আলী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টুর পথরোধ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে যুবলীগ নেতা শাজাহান ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টুর পাঞ্জাবীর কাপড় চেপে ধরে টানা-হেঁচড়া শুরু করেন। এরপর কিলঘুষি মারতে মারতে দেয়ালের সঙ্গে ধাক্কা দেন। এতে মিন্টু চেয়ারম্যানের চোখের চশমা ভেঙে যায় এবং তিনি কিছুটা আহত হন। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন ঘটনাস্থলে ছুটে এসে থামিয়ে দেয়। বিষয়টি নিয়ে মুহুর্তে গাবতলীতে হৈ চৈ ছড়িয়ে পড়ে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টু স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দেন। এরপর তিনি যোহর নামাজ আদায়ের জন্য নিচে নেমে আসেন। নামাজ শেষে পুনরায় তিনি উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দিতে ইউএনও অফিসের দোতলায় উঠতেছিলেন। এ সময় যুবলীগ নেতা শাজাহান আলী ও আওয়ামীলীগ নেতারা ইউপি চেয়ারম্যান মিন্টুর পথরোধ করে অযথাই তাঁকে মারপিট করেন। তবে শাজাহান আলীর সুপারিশকৃত এক ভাতা কার্ড না পাওয়ায় মিন্টু চেয়ারম্যানকে মারপিট করা হয়েছে বলে একাধিকসূত্র জানায়। এ ব্যাপারে গাবতলীর ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লতিফুল বারী মিন্টু ও মহিষাবান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, মিন্টু চেয়ারম্যানকে মারধর করা আর আমাদের সব চেয়ারম্যানকে মারপিট করা একই কথা। আমরা এ ঘটনার বিচার চাই। এ প্রসঙ্গে ইউএনও রওনক জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টু সমন্বয় সভায় সবার সামনে লাঞ্ছিত হওয়ার ঘটনা শুনেছি বলে জানান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: