Monday, September 2, 2019

পিকআপ-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গা সহোদর নিহত




বলরাম দাশ অনুপম, কক্সবাজার ॥ ২ সেপ্টেম্বর টেকনাফ-কক্সবাজার সড়কে যাত্রীবাহী অটোরিক্সা (সিএনজি) এবং বিজিবির পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষে রোহিঙ্গা সহোদর ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া সিএনজি চালক ও শিশুসহ আরও ৫ জন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত ২ জনই রোহিঙ্গা সহোদর ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে রামু হতে টেকনাফগামী একটি বিজিবির পিকআপ ভ্যান এবং নয়াপাড়া শালবাগান ক্যাম্প হতে বালুখালী শরণার্থী ক্যাম্পে বিয়ে অনুষ্ঠানে গমনকারী সিএনজি (কক্সবাজার-থ-১১-১৮৭৫) হোয়াইক্যং চেকপোস্টের উত্তর পার্শ্বে প্রধান সড়কে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ১১নং ব্লকের বাসিন্দা আমির হামজার পুত্র মোহাম্মদ আইয়ুব হোসেন (১৭) ও মোহাম্মদ নুর হোসেন (২৫) ঘটনাস্থলে মারা যান। তাছাড়া সিএনজি গাড়ির সব যাত্রী কম-বেশী আহত হন। সিএনজিতে চালক ছাড়াও শিশুসহ ৬ জন যাত্রী ছিল। পিকআপ ভ্যানে থাকা বিজিবি জওয়ানেরা অক্ষত থাকলেও যানবাহন কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্বরত বিজিবি ও উপস্থিত জনসাধারণ আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার আইয়ুব হোসেন (২০) ও মোঃ নুর হোসেন (২৯) সহোদর ২ ভাইকে মৃত ঘোষণা করেন। এছাড়া সিএনজিতে থাকা আহত মুচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এইচ’ ব্লকের বাসিন্দা আমির হামজা, আবুল হোছাইন, দিলদার বেগম, শিশু মোঃ জুবাইর ও হোয়াইক্যং লম্বাবিলের কবির আহমদের পুত্র সিএনজি চালক শামশুল আলমকে (৩০) প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে। হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই শরীফ হাসান বলেন, ‘দূঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভিকটিম কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ২জন মারা গেছে বলে লোক মারফত জানা গেছে। সড়ক দূঘর্টনায় ক্ষতিগ্রস্থ সিএনজিটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে’।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: