আওয়ামী লীগ সহ-সভাপতি আলকাস উদ্দিন খন্দকার ও তার দলবল এর দ্বারা কয়েকটি হিন্দু পরিবার নির্যাতনl
তাহেরপুর থানার উত্তর শ্রীপুর ইউনিয়ন বড়ছড়া গ্রামে একটি বাজার আছে ওই বাজারের জায়গা মনি বাবু নামে এক ব্যক্তির উনার পূর্বপুরুষদের আগে থেকেও ওই জায়গা ওনাদের ওখানে তারা অনেক আগে থেকেই বসবাস করে আসছে। বাজারে কিছু জায়গা আবার তারা মসজিদ এর নামে দিয়েছে আবার কিছু জায়গা আওয়ামী লীগের অফিসের জন্য দান করে দিয়েছে বর্তমানে বাজারে মনি বাবুর আত্মীয়-স্বজনদের পাঁচটি দোকান আছে মেইন রোডের সাথে। গত কিছু বছর শান্তিতে দোকানপাট করলেও বর্তমানে তারা পারছে না স্থানীয় কয়লা ব্যবসায়ী আলকাছ খন্দকার ও তার বাজার কমিটির সদস্যরা অত্যাচার চালাচ্ছে লুটপাট ভাঙচুর করছে ত। দোকান খুলতে দিচ্ছে না। অন্য জায়গায় ভাড়া দিতে দিচ্ছে না দিলেও তা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। এই দিয়ে কোন প্রতিবাদ করলে হুমকির শিকার হচ্ছে গত 30 3 2019 তারিখে বাড়াবাড়ি হয়েছে তারপর তারা থানায় একটি জিডি করে কিন্তু প্রশাসন উল্টো তাদের শাসিয়ে যায়। সুব্রত রন্জন দাস বাদী হয়ে জিডি করে। আর তাকে এখন বিভিন্নভাবে হুমকি দেয় ও তার লোকজন চেয়ারম্যানের লোক দিয়ে রাতে ওনাদের বাড়িতে চুরি করা এবং প্রতিদিন ওই চুরির চেষ্টা চালায় বলে অভিযোগ। তারা বাজারের ভিতরে না বাইরে দোকান করছে। কিন্তু বাজারের ভিতর তাদের দোকান থাকা সত্ত্বেও। এখন বিট যেখানে মানুষ যায় না। আবার বাজার কমিটির মসজিদের হুজুরের বেতন পর্যন্ত তাদের দিতে হয়। বাজারের ভিতরে কবরস্থান জায়গাপর্যন্ত মনি বাবু দান করে গেছে এবং বাজারের রাস্তা গুলো সহ। পাঁচটি দোকান হলো শ্রাবন্তী স্টোর পরিচালক অসীম দাস সুমন স্টোর পরিচালক সুমন দাস রিদয় স্টোর পরিচালক হৃদয় দাস সাগর বিশাল স্টোর পরিচালক অনিক দাস শুভ টি স্টল পরিচালক সুব্রত দাস
0 coment rios: