নিরাপত্তা জনিত কারণে লিগের প্রথম ম্যাচ খেলবেন না ওজিল। শুধু ওজিলই নয়, একই কারণে এ ম্যাচে মাঠে নামবেন না আর্সেনালের আরেক ফুটবলার কোলাসিনাক। এ ব্যাপারে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, এ দুই ফুটবলারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই স্কোয়াডে তাদের রাখা হয়নি।
আর্সেনাল জানায়, 'আমাদের খেলোয়াড় ও তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া সবার আগে প্রাধান্য পাবে। আমরা খেলোয়াড় এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।'
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাতে নিউক্যাসলের এক রাস্তায় অস্ত্রধারী ছিনতাইকারীদের কবলে পড়েন ওজিল ও কোলাসিনাক। উক্ত ঘটনায় ছিনতাইকারীদের সঙ্গে হাতাহাতিও হয় তাদের। তবে এ হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি।
0 coment rios: