মহেশখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥ ১৯ আগষ্ট মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আধারঘোনায় অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চলা এই অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়া আধারঘোনা পূর্ব পাড়ায় মহেশখালী থানার ওসি (তদন্ত) মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক সন্ত্রাসীরা হলো-আধারঘোনা পূর্ব পাড়ার আব্দুর রহিমের পুত্র খালেদ হোসেন বাপ্পী (২০), একই এলাকার আব্দুল গফুরের পুত্র মোঃ সুমন (১৮), দুলা মিয়ার পুত্র মোঃ হোসেন (১৬) ও মৃত ছৈয়দুর রহমানের পুত্র মোহাম্মদ আলী (৬৩)। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী ২টি একনলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ১টি গুলি রাখার ব্যান্ডুলী, ১টি কাঠের লাঠি উদ্দার করা হয়েছে। তাছাড়া অভিযান চলাকালে অস্ত্রসহ পালিয়ে যায় ওই এলাকার আরেক সন্ত্রাসী আব্দুল করিম প্রঃ বদাইয়া (৪৫)। মহেশখালী থানার ওসি (তদন্ত) মোঃ বাবুল আজাদ জানান-আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মহেশখালীতে অস্ত্র ক্রয়-বিক্রয়সহ ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।
0 coment rios: