
বৈশাখী বলেন বিজেপিতে যোগ দিয়ে যদি কোনও দায়িত্ব তিনি পান, অবশ্যই সেই দায়িত্ব পালন করবেন তিনি৷ শিক্ষক সংগঠনের অনেকেই নাকি তাঁর এই রাজনৈতিক পালাবদলকে সমর্থন করেছেন বলে দাবি বৈশাখীর৷
এর আগে, গত বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষার পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, কলেজের শিক্ষিকা শাবিনা ওমর তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করছেন, তা পার্থ চট্টোপাধ্যায়ের মদতেই হচ্ছে। এই লড়াইয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন , এবং অভিযোগগুলি করার পরই হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন বৈশাখী
0 coment rios: