
গ্রিলসকে মোদী আরও জানান, মাত্র ১৭-১৮ বছর বয়সে বাড়ি ছাড়েন নরেন্দ্র মোদী। ঘর ছাড়ার পর বেশ কিছুটা সময় হিমালয় অঞ্চলে কাটিয়েছিলেন তিনি। যা শুনে বাঘের সঙ্গে মোকাবিলা করার জন্য গ্রিলস তাঁকে একটি অস্ত্র বানিয়ে দেন। বাঘের সামনে পড়লে কীভাবে আত্মরক্ষা করতে হবে, সেই কৌশলও ভারতের প্রধানমন্ত্রীকে শেখান গ্রিলস। কিন্তু নমো জানান, তাঁর সংস্কতি তাঁকে কারওর প্রাণ নিতে শেখায়নি। কিন্তু এই অস্ত্র গ্রিলস তাঁকে তৈরি করে দিয়েছেন, তাই তিনি সেটি নিজের কাছেই রাখবেন বলেও জানান প্রধানমন্ত্রী।
টিজারে স্বচ্ছ ভারত অভিযান নিয়েও আলোচনা করতে কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। মোদীর মতে, বাইরে থেকে কেউ এসে ভারতকে স্বচ্ছ করতে পারবে না। দেশের মানুষকেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ থাকতে হবে। সেই সঙ্গে গড়ে তুলতে হবে সামাজিক পরিচ্ছন্নতার অভ্যেস। মহাত্মা গান্ধীও এই বিষয়ে অনেক কাজ করে গিয়েছেন বলে জানান মোদী। তাঁর বিশ্বাস ভারত খুব তাড়াতাড়ি এই কাজে সফল হবে।
0 coment rios: