Saturday, August 3, 2019

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা


ঢাকা : ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে আরো জানানো হয়, ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, গড়ে তুলি পরিচ্ছন্ন সমাজ ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ৩ দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে পালন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে আগামী ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট সকাল এগারোটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে।
আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃত্বে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: