
ঢাকার সাভার উপজেলায় বংশী নদীতে কুরবানির
গুরুবোঝাই ট্রলার ডুবে ৯টি গরু মারা গেছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে
সাভারের উলাইলের কর্নপাড়া এলাকায় বংশী নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায়
কবলিত ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে। তবে দুর্ঘটনার সময় মানুষের কোনো
ক্ষয়-ক্ষতি হয়নি।
জানা যায়, ডুবে যাওয়া ট্রলারে ৩৯টি গরু ছিল।
ব্যাপারীরা মানিকগঞ্জের সিংগাইর থেকে গরুগুলো নিয়ে গাবতলীর পশুর হাটের
দিকে যাচ্ছিল। এ সময় বংশী নদীতে স্রোতের কারণে হঠাৎ করে ট্রলারটি ডুবে যায়।
এতে ব্যাপারীরা ৩০টি গরু নিয়ে তীরে উঠতে পারলেও ৯টি গরু মারা যায়। পরে
মৃত গরুগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই)
তারিকুল ইসলাম জানান, নদীতে ট্রলার ডুবে ৯টি গরু মারা গেছে। বাকি ৩০টি
গরুসহ ট্রলারে থাকা মাঝি বা ব্যাপারীরা তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এখনো
ট্রলারটি নিখোঁজ রয়েছে।
0 coment rios: