
বিশ্বজুড়েই বোলাররা তাদের বোলিং অ্যাকশন
নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তবে তামিলনাড়ু প্রিমিয়ার লীগ
(টিএনপিএল)এ ভারতের টেস্ট দলের ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন যা করলেন, তাকে
হাস্যকরই বলা যায়।
টিএনপিএলে দিন্দুগাই ড্রাগনসের হয়ে খেলছেন
অশ্বিন। সেখানেই একটি ম্যাচে শেষ ওভার বল করতে এসে অদ্ভুত এক অ্যাকশন বেছে
নিলেন তিনি। বলকে পিঠের আড়ালে লুকিয়ে রেখে রানআপ নেয়ার এ অ্যাকশন এখন
ভাইরাল।
এমন বোলিং অ্যাকশন নিয়ে সাফল্যও পেয়েছেন অশ্বিন। দেখে নিন ভিডিওতে-
0 coment rios: