বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান বলেছেন, যশোরের বেনাপোলকে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেয়া ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি কার্যকরী ভূমিকা রাখবে।
শনিবার বেলা ১১টার দিকে বেনাপোল রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বেনাপোল রেল স্টেশনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রেলের কর্মকর্তাসহ শার্শা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।ঢাকা-বেনাপোল রেল চালু শুরু হলে দেশের অর্থনৈতিক উন্নয়নও হবে। মানুষ রাজধানী ঢাকা থেকে যানজট মুক্তভাবে নিরাপদে বেনাপোল আসতে পারবে। কারণ বেনাপোল আন্তর্জাতিক বর্ডারসহ এখানে রয়েছে ভারত-বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর। ব্যবসা বাণিজ্য, পাসপোর্ট যাত্রীসহ এ অঞ্চলের মানুষের জন্য এ রেল হবে মাইল ফলক জানান রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।
রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান বলেন, বেনাপোল থেকে এখন বেনাপোল এক্সপ্রেস নামে ট্রেন চালু হচ্ছে, ভবিষ্যতে এ রুটে আরও একটি ট্রেন দেয়া হবে। এছাড়া বেনাপোল থেকে নড়াইল হয়ে মাওয়া দিয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় রেল চালু হবে।সূত্রে জানা গছে, আগামী ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করবেন। ট্রেনটি বেনাপোল থেকে দুপুর সোয়া ১টায় ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে রাত ৯টায়। আবার ঢাকা থেকে রাত ১২.৪০ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল ৮টায়। ট্রেনটিতে ১২টি বগি থাকবে। দুটি এসি চেয়ার, একটি কেবিন ও বাকি নয়টি থাকবে চেয়ার কোচ। মোট আসন সংখ্যা হবে ৯০০। সপ্তাহে ৬ দিন নন স্টপ এ ট্রেনটি বেনাপোল-ঢাকা রুটে চলাচল করবে। ভাড়া শোভন চেয়ার ৫৬৪ টাকা, এসি চেয়ার ১০১৩ টাকা, এসি সিট ১২১৩ টাকা, এসি স্লিপার ১৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
0 coment rios: