Sunday, July 28, 2019

সনাতনী নারী জাগরণ পরিষদ এর তৃতীয় প্রতিষ্টাবাষির্কী উদযাপন


বর্তমান পরিবর্তনশীল এই বিশ্বে পুরুষের পাশাপাশি নারীরাও সামনের নিয়ে দিকে এগিয়ে যাচ্ছে। সনাতনী নারী জাগরণ পরিষদ এর তৃতীয় প্রতিষ্টাবাষির্কী অনুষ্ঠানে বক্তারা বতমান পরিবর্তনশীল এই বিশ্বে পুরুষের পাশাপাশি নারীরাও সামনের নিয়ে দিকে এগিয়ে যাচ্ছে।মেধা-মননে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন। নারীরা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, অর্থনৈতিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখছেন ।
তবুও সমাজে নারী নির্যাতন এখনও নিত্যদিনের চিত্র প্রতিদিন বিভিন্ন ভাবে আলোচনায়।পথচলায় নারীদের এখনও অনেক বাধা রয়েছে ।যৌন হয়রানি, যৌতুকের বলি, সুষ্ঠু কর্মপরিবেশের অভাব, বখাটের উৎপাত,নিত্যদিনের চিত্র।বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নারীদের অগ্রযাত্রা ব্যহত হচ্ছে। গত ২৬ জুলাই চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সনাতনী নারী জাগরণ পরিষদ এর তৃতীয় প্রতিষ্টাবাষির্কী উদযাপন অনুষ্ঠানে বক্তরা উপরোক্ত কথাগুলো বলেন।অনুষ্ঠানে কর্মসুচীর মধ্যে ছিল মঙ্গলপ্রদীপ প্রজ্জলন,মাতৃ-সন্মেলন,আলোচনা সভা ও সাংকৃতি অনুষ্ঠান। সহ-সভাপতি রুমকী সেনগুপ্তা সভাপতিত্বে এর :পুষ্পিতা দও সঞ্চালনায় প্রথম অধিবেশনে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের উপদেষ্ঠা উজ্জল কুমার দেওয়নজী,প্রধান অথিথি ছিলেন রমনা কালী মন্দির এর উপদেষ্ঠা মিলন শর্ম্মা,প্রধান বক্তা ছিলেন দ্বিতীয় পর্বে সভাপতি ইরা দত্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা প্রিয়ংকা দেবীর সঞ্চালনায় প্রধান অথিতি ছিলে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপদেষ্ঠা এড,তপন কান্তি দাশ.প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পৃষ্ঠপোষক সজল বরণ সেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সি:সহ সভানেএী-রুমকি সেনগুপ্তা,সহ সভানেএী -বাপ্পী দও,শিল্পী দেবী,রিপু মজুমদার,তন্দ্রা মজুমদার,প্রিংয়কা মল্লিক পিও,পুষ্পিতা দও,সন্ধ্যা দাশ,পম্পি দাশ,জৌতি সরকার,তৃষা দেব,:চম্পা পাল,সাংস্কিতিক সম্পাদিকা:প্রিয়ন্তী গুহ,সদস্য অনুরাধা দও,রিয়া মজুমদার,


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment:

  1. Casinos in Malta - Filmfile Europe
    Find the best filmfileeurope.com Casinos in Malta including bonuses, games, games and 1xbet app the history of games. jancasino We cover all wooricasinos.info the 출장안마 main reasons to visit Casinos in

    ReplyDelete