Monday, July 29, 2019

উত্তরা ক্রিসেন্টকে ১৭ লাখ, পপুলারকে ৫০ হাজার জরিমানা

উত্তরা ক্রিসেন্টকে ১৭ লাখ, পপুলারকে ৫০ হাজার জরিমানা 
রক্তের নমুনা নিয়েও ল্যাবে পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষতে ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি বলেন, হাসপাতালটি নমুনা সংগ্রহের পর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়াসহ নানা অনিয়ম করছিল। এই কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। 
অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ডেঙ্গু রোগের পরীক্ষায় বেশি অর্থ নেওয়ায় ধানমন্ডির পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
উল্লেখ্য, ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি এবং এর চিকিৎসায় দু’একটি হাসপাতালের বিরুদ্ধে অস্বাভাবিক অর্থ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ডেঙ্গু রোগের টেস্টের মূল্য সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 
১) ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:
ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১২০০ – ২০০০ টাকা।
খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০ – ১৬০০ টাকা।
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।
এই মূল্য তালিকা রোববার, ২৮ জুলাই থেকে কার্যকর হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।
২) সব প্রাইভেট হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে।
৩) সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।
৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: