
অবৈধভাবে উপার্জিত ৮০ লাখ টাকাসহ দুদকের
হাতে গ্রেফতার হওয়া সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ
গোপাল বণিককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে
হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক
রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের
দায়িত্বে থাকাকালীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিআইজি প্রিজনস
পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে সোমবার মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যার মামলা নং ১৫। দুদকের সহকারী পরিচালক সালাউদ্দীন বাদী হয়ে মামলাটি
করেছেন বলে জানায় দুদক।
মামলার পর তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় তার বাসায় অভিযান চালায় দুদক। অভিযানে বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।
0 coment rios: