Sunday, July 28, 2019

১০ দিনব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই-এমপি কমল


বলরাম দাশ অনুপম কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, গ্রামীণ দারিদ্র বিমোচনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন যথেষ্ট ভূমিকা রাখে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই বলে উল্লেখ করে এমপি কমল বলেন-আমাদের অক্সিজেনের সিংহভাগ ভাল গাছের কাছ থেকে পায়। তিনি বলেন-জলবায়ু পরিবর্তন জনিত বিরুপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপন কর্মসূচি অত্যন্ত জরুরী। তিনি রবিবার সকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপন অভিযান এবং ফলজ বনজ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন-প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে হলে ব্যাপক হারে বন সৃজন ও বনায়ন বৃদ্ধির কোন বিকল্প নেই। কক্সবাজার দক্ষিণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ন কবিরের স্বাগত বক্তব্যেও মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক কৃষিবিদ আ.ক.ম শাহরীয়ার, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহজাহান আলি, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের এসিএফ মো: সোহেল রানাসহ সরকারী বেসরকারী ও নার্সারী উদ্যোক্তাসহ সকলে উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন মুন্নি আক্তার। আলোচনা সভার আগে বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপি এই বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে এক বণ্যার্ঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বনায়নের সফল উপকার ভোগীদের মধ্যে চেক বিতরণ করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: